ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এতো নিষ্ঠুর এই বিএনপি। ওরা…
বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
শ্রমিক সঙ্কটের কারণে প্রায় প্রতি মৌসুমেই ধান কাটা নিয়ে কৃষকরা পড়েন বিপাকে। ধান কাটার উপযোগী হওয়ার পরও কেবল শ্রমিক সঙ্কটের কারণে জমিতে ফলানো সোনার ধান ঘরে তুলতে হিমশিম খেতে হয়। প্রায়শ মাঠেই নষ্ট হয়ে যায় ফসল। তবে আধুনিক যন্ত্র ব্যবহারে এহেন বিড়ম্বনা থেকে রক্ষা পাবেন কৃষকরা। এ ধরণেরই একটি যন্ত্র ‘কম্বাইণ্ড হারভেস্টার’, যেটি দিয়ে একই সঙ্গে ধান কাটা, মাড়াই এবং বস্তাজাত করা সম্ভব।
সময়ের চাহিদা মেটাতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অানা হলো জাপানের তৈরি অত্যাধুনিক ধান কাটার মেশিন ‘কম্বাইণ্ড হারভেস্টার’। ধান কাটার অত্যাধুনিক এই মেশিনটি পেয়ে কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাসার নামের এক ব্যক্তি প্রথমবারের মতো এই মেশিন সংগ্রহ করেন। গতকাল সোমবার সকালে স্থানীয় চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র ‘কম্বাইণ্ড হারভেস্টার’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে কৃষক কম্বাইণ্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখানো হয়।
কৃষক ইনসাব আলী জানান, ‘অত্যাধুনিক এই মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়। এই তিন ধরণের কাজ শ্রমিক দিয়ে করাতে হলে চাষীর খরচ পড়ত দ্বিগুণ।’ মেশিনের মালিক আবুল বাসার জানান, ‘এই মেশিনে ধান কাটা, খর কাটা ও মাড়াই-তিন ধরণের সুবিধা একসাথেই পাবেন কৃষকরা। এর ফলে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে তাদের ধান কেটে ঘরে তুলতে পারবেন। তবে শুরুতেই কৃষকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আর এই মেশিনটি আনার পর কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।’
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিচ্ছুজ্জামান জানান, ‘বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির ধান কাটার এই কম্বাইণ্ড হারভেস্টার’ মেশিন ব্যবহার হয়ে থাকে। জাপানের তৈরি অত্যাধুনিক এ ধান কাটা মেশিনটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবে। এটি ব্যবহারের মাধ্যমে চাষীদের সময়, অর্থ সাশ্রয় ও শারীরিক কষ্ট লাঘব হবে।’
Leave a Reply