স্টাফ রিপোর্টার : খেলাধূলায় মনোনিবেশের মাধ্যমে মনের সতেজতা বাড়িয়ে মরণ ব্যাধি মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে সচেতনতায় কাজকরে যাচ্ছে পেট্রো নজরুল বাংলা ডেভলপমেন্ট ফাউন্ডেশন পিবিডিএফ। হাওর অঞ্চলের বন্যা দূর্গত গরীব দুঃখী পাশে দাড়ানোর কার্যক্রমও হাতে নিয়েছে পিবিডিএফ। আগামী শুক্রবার পিবিডিএফ চেয়ারম্যান পেট্রো নজরুল বিপুল পরিমান ত্রাণ সামগ্রী নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে বিতরণ করবেন।
পিবিডিএফ মূলত অনলাইন ভিত্তিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান। যার কার্যক্রম অর্থাৎ ব্যবসার ধরণ অনলাইন গেমস, স্কেসকার্ডসহ অয়েলফেয়ার টিকেটিং। ব্যবসার লব্ধকৃত অর্থ থেকে আর্থ সামাজিক উন্নয়ন, অটিষ্টিক শিশুদের সহয়তা, নারী-শিশু এবং শ্রম অধিকার রক্ষা, আর্ত-মানকিব এবং দুঃস্থ ও গরীব লোকদের মানবাধিকার রক্ষা, বেকার সমস্যা দূরীকরণে সহয়তা প্রদানসহ সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করে থাকে। এমনকি দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্তদের পাশে দাড়িয়েছে পিবিডিএফ। ইতোমধ্যে পিবিডিএফ কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বেগবান করার সহযোগিতার লক্ষ্যে পজেটিভ বাংলাদেশ গড়ার নৌকায় পাল তুলেছেন। পিবিডিএফ চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট প্রকল্পে অনুদান দিয়েছেন। এমনকি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত থেকে ক্যান্সার আক্রান্ত চট্রগ্রাম কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ হাসান উল্লাকে অনুদান দেয়া হয়েছে। সম্প্রতি কয়েক মাস ধরে ক্যান্সার আক্রান্ত খাদিজা আক্তারের পিতা জামাল তালুকদারকেও অনুদান দেয়া হয়।
তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছিল। এই ধারার কারণে বহু সাংবাদিককে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। অনেককে কারাগারেও যেতে...
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ’ কিংবা ‘মানসিক ভারসাম্যহীন নারীর রাস্তায় সন্তান প্রসব’ কিংবা ‘আবারো মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ’ অথবা ‘আবারো মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব’ শিরোনামে প্রায়ই পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।...
ফারা মাহমুদা চৌধুরী (শিল্পী) মানবদরদী ও মানবহিতৈষি ব্যক্তিত্ব হিসেবে অতিথিদের হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করছেন। ইমদাদুল হক তৈয়বঃ ‘মানুষ মানুষের জন্য’ এই নৈতিকতাবোধ থেকেই বুকে নীতি আদর্শ...