সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরীর উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৬ জানুয়ারি ২০২১ খ্রিঃ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা রিসোর্স সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন, উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা)এর অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ডিজিটাল কনটেন্ট তৈরীর উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, জাইকার উপজেলা ডেভেলপ মেন্ট ফ্যামিলিটেটর মোঃ মমিনুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃরবিউল আলম, ইউ আর সি ইন্সট্রাক্টর মাহবুব আলম। নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্তা রানী দত্ত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া। উক্ত কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষক অংশ নেয়।
Leave a Reply