নাসিরনগর উপজেলার আতুকুড়া গ্রামে রড কাঁটার মেশিনে রড কাটার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে শাহীন মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে।
এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা যায়, ২২ নভেম্বর সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া বড়বাড়ি মসজিদের কাজে রড কাটার মেশিনে রড কাটার সময় বিদ্যুৎ পিষ্ট শাহীন নামে এক নির্মান শ্রমিক আহত হয়। শাহীন মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।মৃত শাহীন মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামালকানি পাড়ার অাব্দুল কাহেরের ছেলে।
Leave a Reply