লাকীসহ ৫ জেলে পরিবার সব হারিয়ে নিঃস্ব সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার…
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:০৪ পূর্বাহ্ন
নূরুল ইসলাম নয়ন:
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণকারী সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ সাইফুল ইসলাম (LPR) একজন সমাজ সচেতন মানবদরদী লেখক।
এবারের বইমেলায় তাঁর লেখা একটি জীবনমুখী বই বের হয়েছে । মানুষ মাত্রই সামাজিক জীব, সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে খুব সময় উপযোগী একটা বই রচনা করেছেন, যে বই পড়ে মানুষের মাঝে সমাজের ও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি হবে এবং এর মাধ্যমে একটি নৈতিক সমাজ গড়ে উঠবে।
জনাব সাইফুল ইসলাম আমাদের সমাজের মৌলিক সংগতি অসংগতি নিয়ে আলোচনা করেছেন যা প্রতিনিয়ত অনেক মানুষের মনে দোলা দেয়, যেমন অনৈতিক টিভি বিজ্ঞাপনের প্রভাব, মোবাইল ফোনের অপব্যবহার , খাদ্যে ভেজাল, ইয়াবার প্রভাব ইত্যাদি লিখেছেন।
বৃদ্ধ পিতা-মাতার পিতা-মাতার পারিবারিক গুরুত্ব ও বৃদ্ধাশ্রম এর আত্মকাহিনী লিখেছেন “যে মানুষগুলো তোমাকে তোমাদেরকে এত কষ্ট, শ্রম ও অর্থ খরচ করে বড় করে তুলল আর তুমি তোমার মূল্যবান এই সম্পদকে আমার কাছে রেখে নিঃস্ব হয়ে গেলে ” ।
খাদ্যের ভেজাল নিয়ে তিনি অনেক তথ্যনির্ভর লিখেছেন,
DDT একটি মারাত্মক রাসায়নিক পদার্থ, DDT মিশ্রিত খাদ্যদ্রব্যকে আমরা যতই ধুয়ে রান্না করে খাই না কেন , এটা আমাদের দেহে ঢুকে যায় এবং তা প্রতিনিয়ত আমাদের শরীরের ক্ষতি সাধন করে থাকে।
সংগতি অসংগতি মেরুকরণ এই বইটি বইমেলার Pdulum publisher 171 নং স্টলে পাওয়া যাচ্ছে
Leave a Reply