নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। ছাদে বিছানো রড পাশের বৈদ্যুতিক তারে স্পর্শিত হয়ে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক হতাহত হয়েছেন। তন্মধ্যে মাইনুদ্দিন (২০) ঘটনাস্থলেই মারা যায় এবং হৃদয় মিয়া (১৭) গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক মাইনুদ্দিন পৌর এলাকা ভাদুঘর গ্রামের জালু মিয়ার ছেলে। ওই নির্মাণ শ্রমিক তিনতলা ভবন থেকে পড়ে যায়। পরে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহতের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিন সহ শ্রমিকরা কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ছাদের রড বিছানোর সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে রড লাগে। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পর্শিত হয়ে তিনতলা থেকে নিচে পড়ে যায়। তার সাথে থাকা সহকর্মী হৃদয়ও আহত হয়। ঘটনার পর অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে আহতদের উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত
চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর নির্মাণ শ্রমিক হৃদয়কে করা হয় হাসপাতালে ভর্তি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply