ব্রাহ্মণবাড়িয়ায় এক ভবঘুরেসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় তিনজন এবং অপর তিনজন পৃৃৃৃথক তিন উপজেলার। এদিকে নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ভবঘুরে। পরীক্ষার রিপোর্টে পজেটিভ এলে তাঁকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। তবে তাঁর কোনো উপসর্গ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ভবঘুরে ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হরিচর গ্রামে। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। সম্প্রতি ভৈরবের এক ব্যক্তির সঙ্গে তার চলেফেরা দেখে স্থানীয় লোকজন সংশ্লিষ্টদেরকে খবর দেন। গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে যেখানে থাকেন সেখানেই অবস্থানের জন্য বলা হয়। নমুনার ফল পজেটিভ আসার পরপরই ২৭ এপ্রিল সোমবার দুপুরে স্টেশনে ছুটে যান আখাউড়ার ইউএনওসহ হাসপাতালের সংশ্লিষ্টরা। এ সময় তাঁকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, ‘পজেটিভ হওয়ার খবর পেয়ে তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদেরও খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ সোমবার বিকেলে বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার দুপুর নাগাদ আমাদের নিকট আসা রিপোর্টগুলোর মধ্যে ছয়জনের রিপোর্ট পজেটিভ এসেছে।তাদের মধ্যে জেলার বাঞ্ছারামপুর উপজেলার তিনজন, বিজয়নগর উপজেলার একজন,আখাউড়ার একজন এবং নাসিরনগর উপজেলার একজন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯ জনে উন্নীত হলো।’
Leave a Reply