বাগেরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোট…
রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:২৮ অপরাহ্ন
খান লিপিকা: কখনও দেখেছ কি? মানবতার নিদারুন দুর্ভিক্ষয়!
রাস্তার মোড়ে কিংবা কোন রেলজংশনে,
জড়াময় দেহে কাকুতিময় প্রানের করুন চাহনী
বুকফাটা আর্তনাদের চাঁপাস্বরে বাচাঁর প্রানপণ আকুতি।
কখনও ভেবেছ কি? শীর্ন কুটিরে শীতের কত তীর্বতা !
একটুখানি উষ্মতার অনুভুতিতে প্রানান্তর সে প্রচেষ্টায়,
সহস্র স্বচ্ছলতার কতশত রঙ্গিন স্বপ্নের ভিড়ে
হাজারো ক্রন্দনের অস্ফুষ্ট ধ্বনী আচঁড়ে পড়ে ।
কখনও জেনেছ কি? এক টুকরো কাগজ কুড়ানো
ছোট্ট বাচ্চার আহলাদি কন্ঠে নিঃস্পাপ আবদার !
জীর্ন সার্টের আস্তরণের মাঝে স্বর্গীয় অনুরাগ
ছল ছল আখিঁর আড়ালে ঘটছে মানবতার পরাজয়।
কখনও শুনেছ কি? পরাধীন জীবনের হাহাকার!
পেটের তাগিদে কত অসভ্যদের লাঞ্চনার স্বীকার
মানুষরুপি কুকুরের লালায়িত বিশাক্ত ছোবলে
কুমারিত্ব হাড়ায় প্রতিনিয়ত অসহায়ারা যেথায় ।
কখনও বাড়িয়েছ কি? সেথায় মনুষ্যত্বের হাত!
আশা-নিরাশার ধুর্মজালে যেথায় তীর্ব সংঘাত
দারিদ্রতার কষাঘাতে জর্জরিত অসমাপ্ত কাব্যে
যেন জীবনযুদ্ধের পরাজয়ময় গ্লানীর সে মর্মগাঁথা।
Leave a Reply