"মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে…
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন
সূরা ফাতেহা
(ভাবানুবাদ)
সদা প্রশংসা তোমারী হে
মহাবিশ্বের প্রতিপালক,
পরম করুনাময় অসীম দয়ালু
মহাসৃষ্টির চালক।।
তোমার ইবাদতে মশগুল দেহ হৃদয়মম
তোমার সাহায্যে সর্বদা মস্তক অবনত।
মনোনীত করে নবী,বলিয়াছ যে কথা
করিয়াছেন নবীজী, সে সব কার্য যথা।
দেখাও সত্য সুন্দর
কল্যাণকর সরল পথ,
যাদেরকে দিয়েছ সু-শিতল
জান্নাতী নিয়ামত।।
যারা তোমার ক্রোধের লানতে অভিশপ্ত নহে,
হয়নি কভূ তারা পথভ্রষ্ট লালসার তরে।
চড়াও ঈমানের পথে,যেথায় মোমীন চড়ে,
করো সূ-পথগামী সেথায় অনন্ত সুখের তরে।
(আমীন)
লিপিকা———–।।
Leave a Reply