সাংবাদিকতায় আগ্রহীরা যোগাযোগ করুন: ০১৭১১৫৭৬৬০৩
  • সকাল ৯:৪২ | ২৮শে মে, ২০২০ ইং , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪১ হিজরী

Monthly Archive :মার্চ ২০১৯

এফআর টাওয়ারের ডেভেলপার, মালিক নির্বিগ্নে ঘুরে বেড়াচ্ছে

রোববার (৩১ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিজভী এ অভিযোগ করেন। সদ্যপ্রয়াত জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক এবং বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন কৌশল নিয়েছেন— যা কিছু ঘটবে, বিএনপির ওপর চাপাও। তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি, এটা সত্য কথা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও তিনি। কিন্তু ওই বিল্ডিংয়ের সঙ্গে তাসবিরুল ইসলামের সম্পর্ক কী? ওইটার তো তিনি জমির মালিক নন, সে তো ডেভেলপার নন, তাকে গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করেছেন এই কারণেই যে, জনগণ দেখানো যা কিছু হয়, যা কিছু ঘটে, তার সঙ্গে বিএনপি জড়িত।’

‘উনি তো তিনটি ফ্ল্যাট কিনেছেন রূপায়নের কাছ থেকে। রূপায়নের মালিক কে? রূপায়নের মালিক সরকার সমর্থিত। তাছাড়া তাসবিরুল যখন ফ্ল্যাট কিনেছেন, তখন বিল্ডিং হয়ে গেছে। অথচ তাসবিরুল দায়ী হয়ে গেলেন, তিনি গ্রেফতার হয়ে গেলেন। আর সরকারের সঙ্গে জড়িত এফআর টাওয়ারের ডেভেলপার, মালিক নির্বিগ্নে ঘুরে বেড়াচ্ছে’—বলেন রিজভী।

তিনি বলেন, ‘বনানীতে আরেক অভিজাত হোটেলের যত তলা হওয়ার কথা ছিল এই সরকার আসার পার সেখান আরও পাঁচ/ছয় তলা বাড়ানো হয়েছে। ইকবাল টাওয়ারের কথা বলতে চাই না। তার বিল্ডিংকোড কত? ওইখানে উনি হাত দেবেন না, কারণ ওইটার মালিক তো ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। আজকে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য তাসবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।’

সরকার ফায়ার সার্ভিস উন্নত করেনি অভিযোগ করে রিজভী বলেন, ‘আজকে তরুণ-তরুণীরা ঝলসে যাচ্ছে, পোড়া মানুষের মাংসের গন্ধে ঢাকার বাতাস ভারি হয়ে উঠছে। কিন্তু সরকার নির্বিকার। প্রধানমন্ত্রী তার অফিস থেকে নাকি মনিটরিং করছেন আগুন কীভাবে লেগেছে। উনি কী মনিটরিং করছেন? হেলিকপ্টার করে বালতি ভরে পানি নেওয়া হচ্ছে হাতিরঝিল লেক থেকে। সেই তলা ফুটো বালতির পানি বনানী যাওয়ার আগেই শেষ! এই হচ্ছে প্রধানমন্ত্রীর মনিটরিং।’

‘প্রধানমন্ত্রী মনিটরিং করছেন আর একটা ট্রাজেডির পর আরেকটি ট্রাজেডি, একটা মর্মান্তিক দুর্ঘটনার পর আরেকটা দুর্ঘটনা, একটা শোক ভুলতে না ভুলতেই আরেকটা শোক। মারা যাচ্ছে তরুণ-তরুণী, বৃদ্ধা-বৃদ্ধা, শিশু’— বলেন রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘বাকশাল করবেন? বাকশাল এই জন্যই করবেন যাতে এই পোড়া মাংসের প্রতিবাদ আকাশে আকাশে ধ্বনিত না হয়। কারণ, বাকশাল মানেই তো কণ্ঠরোধ, বাকশাল মানেই তো প্রতিবাদ না করা।’

ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেছারুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ অন্যরা।

মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

 শিক্ষার্থীদের ‌‌‘রাজাকারের বাচ্চা’ বলে কটূক্তি করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনের ৬ষ্ঠ দিন রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক থেকে এ মিছিল বের করে তারা।

এসময় ভিসির পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নিয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ করে।

এর আগে সকাল ৯টা থেকে একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। ক্ষমা না চাইলে উপাচার্যের পদত্যাগ করতে বাধ্য করাবেন বলেও হুমকি দেন।

শিক্ষার্থীরা আরো জানান, সোমবার (১ এপ্রিল) সকালে তারা তাদের দাবি দাওয়া সংবলিত একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনার বরাবর দেবেন। পরে একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় ভিসি ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। মাঝে ২৮ মার্চ থেকে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাক্ষাণ করে আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে হলেই অবস্থান করছেন।

এরই ধারবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমানুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে তাতেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

দুঃখ প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের দেয়া বক্তব্য ও আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য তার বক্তব্যের মাধ্যমে মিথ্যাচার করেছে বলে অভিযোগ তাদের।

সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা

সোমবার (১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। চলবে ৬ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হলে ৬ মে’র পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এবার ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষার আসনে বসছে। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭জন। এরমধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এই পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৮ হাজার ৪৫১ জন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট ১ লাখ ২০ হাজার শিক্ষক দায়িত্ব পালন করবেন। মোট পরীক্ষার বিষয় ৫১টি ও পত্র ১০১টি। এবার বাংলা ভার্সনের জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ৯৫০টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। ইংলিশ ভার্সনের জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ৮৯২টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। ভিন্ন ভিন্ন বোর্ডের জন্যে ১৪টি বিষয়ের ২৭টি পত্রের জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনি প্রশ্ন ও ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ২ হাজার ১০০টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ‘প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে আসন নিশ্চিত করতে হবে। অনিবার্য কারণে কোনও পরীক্ষার্থী পরে পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, ক্রমিক নম্বর ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবে। কোনও কারণে পরীক্ষা দেরিতে শুরু হলে নির্ধারিত সময় ঠিক রেখে দেরিতেই শেষ হবে পরীক্ষা।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
শিক্ষামন্ত্রী বরেন, ‘পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলতে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ নজরদারি করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে শিক্ষামন্ত্রী জানান।

ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ

বরিশালে ইঞ্জিনচালিত একটি ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে।

জব্দ হওয়া জাটকা রোববার (৩১ মার্চ) দুপুরে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকা থেকে জেলা মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এদিকে ট্রলারটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কালাবদর নদীতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে

রাজধানীর বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে এবং ভেতরের বিভিন্ন তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবনটি আর ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রবিবার (৩১ মার্চ) সকালে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত তদন্ত টিমের সদস্য, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভেতরের কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এগুলো ঠিক করতে অন্তত ১৫০ দিনের মতো সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। কেবলমাত্র একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও  বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।’

কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন। কমিটি তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে।

কমিটির সদস্য মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। এই ভবন সংস্কারে কমপক্ষে তিনমাস লাগবে।’

বুয়েটের আরেকজন অধ্যাপক রাকিব আহসান জানান, ‘পরিদর্শনের সময় তারা দেখেছেন, জরুরি নির্গমন পথটি কোনও কোনও জায়গায় বন্ধ ছিল।’

প্রাথমিক পরিদর্শন শেষে ভবনটির কনক্রিট ও অন্যান্য নির্মাণ সামগ্রী পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন রাজউকের প্রধান প্রকৌশলী আবদুল লতিফ হেলালী। ১৮ তলা ভবনটি ২৩ তলা করায় তা কতটা ঝুঁকি তৈরি করেছে, তা খতিয়ে দেখতেই এই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তুরস্কে স্থানীয় নির্বাচন আজ

তুরস্কে মিউনিসিপ্যালিটি নির্বাচন আজ। বড় বড় শহরগুলোতে এই নির্বাচন হচ্ছে। স্থানীয় এ নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে উত্তপ্ত আলোচনা, প্রচারণার পর আজ দেশবাসী এ নির্বাচনে ভোট দিচ্ছেন। তুরস্কের ইস্তাম্বুল থেকে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এ নির্বাচনকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ, দেশে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং গত বছর বড় ধরনের মুদ্রা বিষয়ক সংকটের কারণে সেখানে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক ও কলামনিস্ট তাহা আকিয়োলের মতে এই ভোট হলো ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে এরদোগানের দলের জন্য সবচেয়ে কঠোর প্রতিযোগিতা। তার দল প্রকৃত অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে।

এমন অবস্থায় স্থানীয় সময় সকাল ৭টায় পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তা শেষ হওয়ার কথা স্থানীয় সময় বিকাল ৪টায়। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় শহরগুলোর নাগরিকরা ভোট দেবেন বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে। তা চলবে বাংলাদেশের সময় রাত ৯টা পর্যন্ত।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ২০১৮ সালের শেষ দুই চতুর্ভাগে তুরস্কের অর্থনীতি এক দশকের মধ্যে অবনমন ঘটেছে। মুদ্রাস্ফীতি বেড়েছে। সুদের হার বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থার পর অনুষ্ঠিত হচ্ছে আজকের নির্বাচন। ফেব্রুয়ারিতে সেখানে মুদ্রাস্ফীতি দাঁড়ায় শতকরা ২০ ভাগের কিছুটা নিচে। কেন্দ্রীয় ব্যাংহের মূল সূদের হার বর্তমানে শতকরা ২৪ ভাগ।

তিন দাবিতে ঐক্যফ্রন্টের সভা

তিন দাবিতে আজ বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মিন্টু বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সব্রত  চৌধুরীসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সভায় জাতীয় ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য শীর্ষ নেতারা আহ্বান জানিয়েছেন।

আবারও প্রতিবেদন পেছালো সাগর-রুনী হত্যা মামলা

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৬৪ বারের মতো ধার্য তারিখ পেছালো। রবিবার (৩১ মার্চ) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাই ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১২ মে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন।

আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই দম্পতির একমাত্র সন্তানের নাম মেঘ।

পুলিশ প্লাজায় আগুন

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লেগেছে। রবিবার সকাল ১০টা ৬ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলা হয়।’

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। রাতে ধানমন্ডি ও মগবাজার মধুবাগের একটি বাসাতেও আগুন লাগার ঘটনা ঘটে। একইদিনে ভোরে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন।

রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে আদেশ বহাল

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গ্রিনলাইন পরিবহনের করা আবেদন খারিজ করে রোববার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

ফলে রাসেল সরকারকে ৫০ লাখ টাকাসহ যাবতীয় খরচ দিতে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছে রিট আবেদনকারী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা ও অ্যাডভোকেট অন রেকর্ড খবির উদ্দিন ভূঁইয়া। গ্রিনলাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী অজি উল্লাহ।

গত ১২ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

৫০ লাখ টাকা দেয়ার আদেশের পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং কাটাপড়া বাম পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছিলো।।

এর আগে ২০১৮ সালের ১৪ মে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রাসেলের পক্ষ থেকে আদালতে জানানো হয়, এখন পর্যন্ত বাস কর্তৃপক্ষ তার কোনো খোঁজ খবর নেয়নি।

রিট আবেদনটি দায়ের করেন সংরক্ষিত আসনের তৎকালীন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। শঙ্কায় পড়ে তার জীবন।

পা হারানো রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী এলাকার বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, রাসেল যাত্রীসহ সকালে কেরানীগঞ্জে যান। সেখান থেকে ফেরার পথে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছালে পেছন থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তখন প্রাইভেটকার চালক রাসেল গাড়ি থামিয়ে বাস চালকের সঙ্গে জানালা দিয়ে ধাক্কা দেয়ার কারণ জানতে চান।

কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলের ওপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে প্রাইভেটকার চালককে চাপা দিয়ে পালিয়ে আসা গ্রিনলাইন পরিবহনের বাসটিকে চালকসহ আটক করে শাহবাগ থানা পুলিশ।

Play
Play
previous arrow
next arrow
Slider

ফেসবুকে আমাদের সাথে থাকুন

তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছিল। এই ধারার কারণে বহু সাংবাদিককে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। অনেককে কারাগারেও যেতে...

    ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জ...

previous arrow
next arrow
ArrowArrow
Slider

সমাজ ও রাষ্ট্রে অশান্তির মূল কারণ হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয় …..ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক প্রতিষ্ঠাতা সভাপতি, বরাট জনকল্যাণ ফাউন্ডেশন, রাজবাড়ী।   জীবনের ক্ষুধা, তৃষ্ণা ছাড়াও, মানুষ এক কাল্পনিক জগতের চাহিদায়...

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Jan0 Posts
Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Nov0 Posts
L0go

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি